আব্দুল্লাহ আল-মামুন (রনি) বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাসহ আরও ১৫ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ জন, মারা গেছেন ২ জন। আক্রান্তদের মধ্যে ৫ জনকে অন্যত্র রেফার করা হয়েছে। বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন করে আক্রান্তরা হলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামে ৪ জন, শিবপুরে ৩ জন, ছোলনা ও চতুল ইউনিয়নে ২ জন করে, পৌরসভার কামারগ্রাম কলেজ রোড, সাতৈর ইউনিয়ন ও ফরিদপুর সদর থানার (সাবেক বোয়ালমারী থানা) চাঁদপুর ইউনিয়নের উত্তর বাহিরদিয়া গ্রামে ১ জন করে মোট ১৫ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আক্রান্তদের যে তালিকা পেয়েছি তাতে বোয়ালমারী উপজেলার ১৫ জন নতুন করে শনাক্ত হয়েছেন।