মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ বাগেরহাট জেলায় সব থেকে বেশি করোনা আক্রান্ত রোগী সদর থানায় (২৮) জন যাদের ভিতর ১৩ জনই পৌরসভা এরিয়ার ভিতরে।
২৬ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে ২য় অবস্থানে আছে ফকিরহাট থানা। আর ১ জন করোনা আক্রান্ত রুগী নিয়ে তালিকায় সবার নিছে অবস্থান করছে মোংলা থানা। যে কারনে বলা হচ্ছে বাগেরহাট জেলার মোংলা থানায় করোনার প্রভাব তুলনামূলক কম।
বাগেরহাট জেলার করোনার সর্বশেষ পরিস্থিতি,
২২/০৬/২০২০ তারিখ পর্যন্ত
মোট নমুনা পাঠানো হয়েছেঃ ১৮৪০টি
মোট রিপোর্ট এসেছেঃ ১৪৭৯ টি
এখন পর্যন্ত বাগেরহাট জেলায় মোট আক্রান্ত ১১২ জন।
এবং এখন পর্যন্ত পজেটিভ কেস থেকে সুস্থ হওয়ার সংখ্যা ৩০জন। (সর্বমোট মৃত ২জন)
থানা ভিত্তিক মোট করোনা রুগিঃ
বাগেরহাট সদর – ২৮ জন।
(এর মধ্যে পৌরসভায় আছেন ১৩ জন)।
ফকিরহাট- ২৬ জন।
শরণখোলা- ১৭ জন।
কচুয়া- ৯ জন।
রামপাল- ৯ জন।
চিতলমারী- ৮ জন।
মোল্লাহাট- ৮ জন।
মোড়েলগঞ্জ- ৬ জন।
মোংলা- ১ জন।