মোঃ মাসুদ পারভেজ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় মাঠে নেমেছে নৌবাহিনী।
সোমবার (২২ জুন) দুপুরে নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছেন।এ সময় সামাজিক দুরুত্ব না মানা,মাস্ক ব্যাবহার না করার অপরাধে কয়েক জনকে রাস্তার উপর রোদে দাঁড় করিয়ে শাস্তি দেওয়া হয়েছে।
এবং পরে তাদেরকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে।
বিদেশ থেকে আগতদের নিজ বাড়িতে থাকা এবং করোনা সংক্রমণ রোধে সরকারের দেওয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করছে নৌবাহিনী।
নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার সালাউদ্দিন বলেন, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখানে নিয়োজিত হয়েছি। পুলিশ, স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে একসাথে কাজ করবো।