ফুয়াদ হাসান, পরশুরাম, ফেণী, প্রতিনিধিঃ ২০২১ সালের মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। এখন থেকে প্রতিটি নির্বাচন অফিসে চলছে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রস্তুতি। প্রত্যেক উপজেলা নির্বাচন অফিসে ব্যালট বাক্স রাখা হয়েছে নির্বাচনকে সামনে রেখে।
এবারের ইউনিয়ন পরিষদের নির্বাচনে সৎ লোকদের দেয়া হবে ইউপি নমিনেশন। এই সিদ্ধান্ত ৩ মাস আগে থেকে নেয়া হয়েছে। বর্তমানে ফেনী জেলায় ও এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত নিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
করোনাকালীন সময়ে দেশের বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান ত্রাণ সামগ্রী বিতরণ করেন নি ঠিকমতো।তারা ত্রাণ সামগ্রী বিতরণ না করে তা নিয়ে করেছেন অনেক দুর্নীতি। এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণের সময়ে দেখা গিয়েছে বেশি সংখ্যক ইউপি চেয়ারম্যান অসৎ।
তারা অনেকেই সৎ জীবনযাপন করছেন না।তাই এসব বিষয় চিন্তা করে সৎ লোকদের ইউপি নমিনেশন দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত সারা দেশের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য বাস্তবায়ন করা হয়েছে। ফেণী জেলায় এই বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ নিজাম হাজারী।