অনেকটা পথ চলে এসে
পেছনে তাকাই
সে তখনো রয়েছে দাঁড়িয়ে–
কনকনে হাওয়ার গাঢ় হিম ভোরে!
তারই দেয়া মাফলারের উষ্ণতাকে
কৃতজ্ঞতা জানাতে জানাতে –
মিলিয়েছি সীমান্ত রেখায়।
সেই আমাদের শেষ দেখা!
(কাব্যগ্রন্থঃ কলাবতী ফুল)
Your email address will not be published. Required fields are marked *
Comment *
Name *
Email *
Website