 
																
								
                                    
									
                                 
							
							 
                    ধনে মানে গুনের ঐশর্যে ছিল যে মহান
মনে হয় মরে তাকে সকলের সমান।
ধনবান বলে তার নেই অন্য ব্যাবস্থা
সকলের মত তারও একই অবস্থা।
অচেতন হয়ে শুয়ে নেই দেহে শক্তি
শত ডাক দিলে মুখে নেই কোনো উক্তি,
সাদা কাফন পরিয়ে তুলে তারে খাটে
প্রিয়জনে নিয়ে যাই গোরস্থানের মাঠে।
সকলের মত করে জানাজার নামাজ পড়ে
চিরদিনের মত রাখে মাটির আঁধার গোরে।
টাকা পঁয়সা কিছু তার যাই না কো সাথে
দুনিয়ার সম্পদ সবি পড়ে রয় দুনিয়াতে,
প্রিয়জন ছাড়া তাই একা কবরের মাঝে
পুণ্যকর্ম ছাড়া কিছু পাবে না সে কাজে।
পুণ্যবান হলে পাবে আঁধার ঘোরে আলো
আযাব হতে সুখে তবে থাকবে সে ভালো।