 
																
								
                                    
									
                                 
							
							 
                    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১-মার্চ-২০২১ ইং তারিখ) বিকেল ৪.৩০ মিনিটের সময় বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটুয়াখালী নৌ-পরিবহন লঞ্চ ঘাটে এসে শেষ হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর।এসময় তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আনন্দ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম খান , জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক গোলাম মোক্তাদির আসিক, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক কামরুল ইসলাম সহ জেলা ছাত্রলীগ সাবেক সদস্য ইমরান হাসান মিরাজ প্রমূখ।