 
																
								
                                    
									
                                 
							
							 
                    নোয়াখালী জেলার কােম্পানীগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল তাঁর ব্যাক্তিগত কাজের জন্য, নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার পথে বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে দুর্বৃত্তরা গাড়ির উপর হামলার ঘটনা ঘটায়।
গাড়িতে ছিলেন মিজানুর রহমান বাদল ও তাঁর সফরসঙ্গী হিসাবে ছিলেন হাসিব আহসান আলাল, তাদেরকে গুরুতর ভাবে জখম করা হয়েছে, স্থানীয়দের সহয়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর, দায়িত্বরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পরামর্শ দেন।
এই দিগে বাদলের অনুসারিরা কােম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলাে গাছের খুঁটি ফেলে যানচলা চল বন্ধ করে দেয়, সড়কের উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করেন।
কােম্পানীগঞ্জ থানা প্রশাসন উপজেলা নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মােতায়েন করেছেন ও গুরুত্বপূর্ণ সড়ক গুলাে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিতে দেখা যায়।
মিজানুর রহমান বাদলের অনুসারিরা হামলার জন্য, মেয়র মির্জা কাদের ও তাঁর অনুসারিদেরকে দ্বায়ী করেন। অন্যদিকে মেয়র বলেন, আমার অনুসারিদের হামলার কারনে, বাদল ও আলালকে জনতা ধাওয়া দিয়ে গণধোলাই দিয়েছে।
কোন রকমভাবেই এই ঘটনার সাথে আমি বা আমার দলের কোন কর্মী জড়িত নয় বলে তিনি জানিয়েছেন। কােম্পানীগঞ্জ উপজেলা এখন পর্যন্ত থমথমে বিরাজমান করছে।