মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কােম্পানীগঞ্জ উপজেলার ২৩৭ জন উপকারভােগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের নিকট জমি ও গৃহ প্রদান কার্যক্রমের (২য় পর্যায়ে) শুভ উদ্বােধন উপলক্ষে সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিং করেন।
প্রথম পর্যায়ে হস্তান্তর ৩০টি মধ্যে -সিরাজপুর ইউনিয়নে ৬টি,চরপার্বতী ১৭টি,চরফকিরা ৪টি,মুছাপুর ৩টি গৃহ।
দ্বিতীয় পর্যায়ে হস্তান্তর ২৩৭টির মধ্যে- চরপার্বতী ইউনিয়নে ২৫টি,চরফকিরা ৫০টি,রামপুর ৩৪ টি মুছাপুর ৯৭ টি, চরএলাহী ৩১ টি গৃহ। বেসরকারি পর্যায়ে হস্তান্তর ৩ টি সিরাজপুরে।
১৭ জুন বিকেলে কােম্পানীগঞ্জ উপজেলায় সভা কক্ষে প্রেস ব্রিফিং করেন, উপজলা নির্বাহী অফিসার মাে:জিয়াউল হক মীর।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে মহতী উদ্যেগ নিয়েছে, তারই অংশ হিসেবে বাংলাদেশে কােন নাগরিক গৃহহীন ও ভূমিহীন না থাকে, সে লক্ষ্যে প্রকল্প বাস্তবায়ন করা ও সঠিক তথ্যের ভিত্তিতে কােম্পানীগঞ্জ উপজেলায় উপকারভােগী, গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করতে পারে, সে জন্য সাংবাদিকের সাথে প্রেস ব্রিফিং ও আলােচনাসভা করেন।
এ সময় তিনি সাংবাদিকের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন, সাংবাদিকদের সহযােগীতা করার জন্য ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং শেষ করেন।