 
																
								
                                    
									
                                 
							
							 
                    শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২০ (বিশ) টি মামলায় ১৬৩০০ (ষোল হাজার তিনশো) টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টির মধ্যে চৌরঙ্গী মোড়, বুড়িরহাট বাজার ও মনোহর বাজার এলাকায় সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাইয়ের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই বলেন, ঝড় থাকুক বা বৃষ্টি মানুষের সচেতনতা বৃদ্ধি ও করোনার বৃদ্ধি রোধে অবিলম্বে মাস্ক পরা কার্যকর করাতে প্রতিদিনের নেয় জেলা প্রশাসক পারভেজ হাসান স্যারের নির্দেশে কোভিড-১৯ প্রতিরোধে এ কার্যক্রম চালানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আরো বলেন, বর্তমানে দেশে করোনা সংক্রমন বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা এ উদ্দ্যোগ গ্রহন করেছি।
কর্তমান সকোরের নির্দেশে আমরা কঠোরভাবে মাঠে নেমেছি এবং সাধারণ সানুষকে সচেতন করতে চেষ্টা করে চলেছি।
তিনি আরো বলেন, কোভিড -১৯ প্রতিরোধে জেলা প্রশাসনের কার্যক্রম ও অব্যাহত থাকবে।