 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্বাস্থ্য সেবায় মানুষের সেবাদানে বিরাট অবদান রেখে চলেছে রুপগঞ্জ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার। অল্প দিনের ব্যবধানে ও চিকিৎসা সেবায় রোগীদের বিশ্বাস অর্জনেও দারুন ভূমিকা রেখেছে এই হসপিটালটি। ২০২০ সালে এই হসপিটালটি স্থাপনের কাজ শুরু হয়।
এ বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি তাদের সেবা দিতে শুরু করে। এই কার্যক্রমকে আরো এগিয়ে নিয়ে যেতে কিভাবে রোগীদের আরো বেশি সেবা প্রদান করা যায় সে উপলক্ষে গত ২২শে ফেব্রুয়ারী (মঙ্গলবার) চিকিৎসক সম্মেলন ও এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের কর্মরত চিকিৎসকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকেই।
প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ত করেন, ডাঃ অসিম চক্রবর্তী। তার বকৃতায় তিনি বলেন, বর্তমান সময় একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছেন। আমরাও তার সাথে আর পাশে থেকে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করতে চাই।
এজন্য মানুষের সেবা প্রদানের কোন বিকল্প আর কিছু হতে পারেনা। যদি সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পায় তবেই ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন তিনি দেখেছেন সেটা আমাদের মত চিকিৎসকের কারণে কিছুটা হলেও এগোবে। এভাবেই একদিন বাংলাদেশ সত্যিই ডিজিটাল বাংলাদেশে পরিণত হওয়ার পথ স্বার্থক করতে পারবে বলে আমি মনে করি।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট মিডিয়িা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন বার্তার বিশেষ প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও রুপগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম।