 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাগেরহাটের মোংলায় শনিবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার ৬নং ওয়ার্ডে প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় জিহাদ শেখ (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত জিহাদ শেখ আমড়াতলা এলাকার ৬নং ওয়ার্ডের বাবুল শেখের ছেলে।
স্থানীয় ৬নং ওয়ার্ড ইউপি সদস্য চম্পক ঢালী জানান, একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক ছিল জিহাদের। পরিবার সেই সর্ম্পক মেনে না নেওয়ায় অভিমান করে বিষ খেয়ে আত্মহত্যা করে। পরিবারের অজান্তে বিষপান করলে দ্রুত তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ ফয়সাল ইসলাম স্বর্ন বলেন, কীটনাশক খাওয়া গুরুতর মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। এখানে আনার পর তার পাকস্থলীতে জমা হওয়া কীটনাশক পরিস্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়াকালীন তার মৃত্যু হয়। নিহতের স্বজন শেখ রাসেল জানান, নিহতের মা ও তার দাদীর সাথে অভিমান করে চাউলে দেওয়া ঔষধ খেয়ে জিহাদ আত্মহত্য করেন।
মোংলা থানার ভারপ্রপাপ্ত কর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, উপজেলার আমড়াতলায় জিহাদ নামের এক ছেলে আত্মহত্যা করেছেন বলে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।