 
																
								
                                    
									
                                 
							
							 
                    আজ ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে, বিএনপি আওয়ামীলীগের ময়মনসিংহ রেলস্টেশনে ধাওয়া পালটা ধাওয়া হয়।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে, তবে কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
পুলিশ জানায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে ‘সতর্ক সমাবেশ’ করেন। তবে বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হতে থাকেন। এ সময় সাড়ে ৪টার দিকে বিএনপির সমাবেশ থেকে অনেকে ট্রেনে বাড়ি ফেরার জন্য স্টেশনে আসতে থাকে।
এদিকে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়। পরে এ ঘটনার পর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।