 
																
								
                                    
									
                                 
							
							 
                    পাকিস্তানের সাবেক এক প্রধান বিচারপতিকে গুলি করে হত্যা করা হয়, গতকাল শুক্রবার (১৪ অক্টোবর) ওই প্রদেশের খারান এলাকায় একটি মসজিদের বাইরে এ ঘটনা ঘটে।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি ছিলেন মোহাম্মদ নুর মেসকানজাই।
পাকিস্তানের গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদের বাইরে অজ্ঞাতনামা হামলাকারীরা গুলি করলে গুরুতর আহত হন মেসকানজাই। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেসকানজাই ২০১৪ সালে বেলুচিস্তান প্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
এদিকে সাবেক এই বিচারপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বাইজেনজো।