২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীদেরকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেন। বর্তমানে যুব মহিলালীগ আওয়ামীলীগের একটি সহযোগী সংগঠন। দেশের প্রতিটি জেলা-উপজেলায় সংগঠনটির শাখা কমিটি রয়েছে। বুধবার(১৯ অক্টোবর) সংগঠনটির  যশোর জেলার শার্শা উপজেলা শাখার আজ ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়।
 শার্শা উপজেলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল জনসমাবেশের মাধ্যমে যুব-মহিলালীগের ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোছাঃ শিরিনা
আক্তার(আহবায়ক,যুব মহিলালীগ,শার্শা উপজেলা শাখা)। সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন। সন্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, নাজমা আকতার(সাবেক সংসদ সদস্য ও সভাপতি,বাংলাদেশ যুব মহিলালীগ।
অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথিকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে  জাতীয় পতাকা উত্তোলন করে যুব মহিলালীগের অতিথি নেতৃবৃন্দ। এরপর মঞ্চে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দকে উত্তোরিও পরিয়ে বরণ করে নেওয়া হয়।
 
ত্রি-বার্ষিক সন্মেলনের উদ্বোধনী শেষে উদ্বোধক নাজমা আকতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজ হাতে
যুব মহিলালীগ গঠনের পর থেকে সংগঠনটি আ.লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালীন সময় রাজপথে আওয়ামী লীগের সব কর্মসূচিতে অংশগ্রহণের পাশাপাশি যুব মহিলা লীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী পরিচিতি লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন বলেন,২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একই সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। প্রধান অতিথি বাংলাদেশ যুব মহিলালীগের সভাপতি নাজমা আকতার এর দৃষ্টি আকর্ষণ করে বলেন,যশোর জেলায় কিছু সমস্যার কারনে যুব মহিলালীগের কমিটি গতিশীল হয়ে উঠছেনা,বিষয়টির দিকে লক্ষ্য দেওয়ার জন্য অনুরোধ জানান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি বর্গের মধ্যে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু(সভাপতি,শার্শা উপজেলা আ.লীগ ও চেয়ারম্যান,শার্শা উপজেলা পরিষদ। অধ্যক্ষ ইব্রাহীম খলিল(যুগ্ম সাধারণ সম্পাদক,শার্শা উপজেলা আ.লীগ ও সাবেক সদস্য,যশোর জেলা পরিষদ),শারমিন সুলতানা শর্মি(সাংগঠনিক সম্পাদক-দায়িত্ব প্রাপ্ত,যুব মহিলালীগ,যশোর জেলা শাখা)। এ ছাড়াও অত্র উপজেলার বর্তমান এবং সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ ও মেম্বরগণ সহ অত্র উপজেলার আ.লীগ অঙ্গ সংগঠনের সকল স্তরের শত শত নারী-পুরুষ নেতা-কর্মীগণ সন্মেলনে অংশ নেন।
প্রধান বক্তা:-মঞ্জুন্নাহার নাজনীন সোনালী(সভাপতি,যুব মহিলালীগ,যশোর জেলা শাখা)।
বিশেষ বক্তা:- শামীমা আলম সালমা(সাধারণ সম্পাদক,যুব মহিলালীগ,যশোর জেলা শাখা)।
অনুষ্ঠানটির সঞ্চালনের দায়িত্বে ছিলেন,লিলিফুন নাহার লিলি(যুগ্ম আহবায়ক,যুব মহিলালীগ,শার্শা উপজেলা শাখা)।