 
																
								
                                    
									
                                 
							
							 
                    প্রাণচাঞ্চল ও উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৯ অক্টোবর দুপুরে শহরের একটি বেসরকারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা জাতীয় পার্টি।
জেলা জাতীয় পার্টির আহবায়ক রাশেদ মাজমাদেরর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব সাহিদুর রহমান টেপা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা নাজনীন সুলতানা, এ্যাড. জহিরুল ইসলাম জহির, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান শেখ আলমগীর হোসেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মাহমুদা রহমান মুন্নি, সুমন আশরাফ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আল জুবায়ের, সাহিত্য ও কৃষি বিষয়ক সম্পাদক এ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ ও কেন্দ্রীয় নেতা অবসরপ্রাপ্ত মেজর মাহফুজুর রহমান, জাপা নেত্রী মনিকা আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমদাদুল হক বাচ্চু ও যুগ্ম আহŸায়ক ফিরোজ কবির। সম্মেলনে ঝিনাইদহের ৬টি উপজেলাসহ মাগুরা ও আশপাশের নেতাকর্মীরা যোগদান করেন।
এ সময় বক্তরা বলেন, আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে তিনশত আসনে প্রার্থী দেবে। আরো বলেন বর্তমান সময়ে দেশবাসী জাতীয় পার্টির সরকার চাই। আমরাই একমাত্র দল যারা অতীতে সুন্দর ও সুষ্টভাবে দেশ পরিচালনা করেছি।
তাই এদেশের জনগন আবারো জাতীয় পার্টিকে ক্ষমতা দেখতে চাই। সম্মেলন শেষে নেতৃবৃন্দ ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষনা করেন।