 
																
								
                                    
									
                                 
							
							 
                    আবুবকর সিদ্দিক, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে অসহায় ও দুঃস্থ্য ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সাবান ও আটা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার ধারকী বাজারে দুঃস্থ বান্ধব সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির আয়োজনে এসব বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মাফেজুল হক, সহ-সভাপতি সমাজসেবক এনামুল হক, সাধারণ সম্পাদক শিল্পী খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।