1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অবশেষে যুদ্ধবিরতিতে রাজি পাকিস্তান-আফগানিস্তান: তুরস্কের ঘোষণা যৌন কেলেঙ্কারির জের: ‘প্রিন্স’ মর্যাদা ও রাজপ্রাসাদে ঠাঁই হারাচ্ছেন অ্যান্ড্রু যুদ্ধবিরতির পর গাজায় ২৪ হাজার টন ত্রাণ পৌঁছেছে: জাতিসংঘ প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস

মাটিরাঙ্গায় কর্মহীনদের খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে মাটিরাঙ্গা পৌরসভা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

মোঃ রাকিব হোসেন, মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ চীন থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। আর এ পরিস্তিতিতে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে পিছিয়ে পড়া জনপদ মাটিরাঙ্গা পৌরসভার অসহায়-দিনমজুর মানুষ ।

সরকারের নির্দেশে মাটিরাঙ্গার এসব কর্মহীন অসহায়-দিনমজুর মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মাটিরাঙ্গা পৌরসভা । সরকারী বরাদ্দদের বাইরেও মাটিরাঙ্গা বাজারের ব্যাবসায়ীদের সহযোগিতায় মাটিরাঙ্গা পৌরসভার উদ্যোগে মাটিরাঙ্গা পৌরসভার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে কর্মহীন মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দিয়ে এ কর্মসুচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ ।

এরপরপরই বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের হাতে খেটে খাওয়া সহস্রাধিক শ্রমজীবী, হতদরিদ্র ও নিম্ন আয়ের কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য তুলে দেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক । এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. শহিদুল ইসলাম সোহাগ ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রমুখ উপস্থিত ছিলেন ।

মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, সরকারের নির্দেশ আমাদের এ তৎপরতা অব্যাহত থাকবে। অতীতের মতোই করোনার মহামারীতে মাটিরাঙ্গা পৌরসভার নি:স্ব মানুষগুলোর পাশে থাকবে বলেও জানান তিনি ।

সুরক্ষাই করোনা প্রতিরোধের একমাত্র প্রতিষেধক মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ সামাজিক দুরত্ব নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের ভুমিকা রাখার আহবান জানান । তিনি বলেন, সরকারী সব ধরনের সুবিধা নিয়ে প্রশাসন মাঠে আছে ও থাকবে ।

এসময় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে জনপ্রতিনিধিদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহবান জানিয়ে বলেন, সরকারী সহযোগিতারও বাইরেও ব্যাক্তি উদ্যোগে সাধারন মানুষের পাশে থাকতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon