 
																
								
                                    
									
                                 
							
							 
                    প্রেম  করলাম বন্ধের সনে
বড় আশা নিয়া মনে
পাব আদর যত্ন ভালবাসা।।
শিখাইয়া প্রেমের খেলা ছেড়ে
যায় এখন একেলা।
ফিরে না চায় ভাঙ্গে আশা।
তবে কেন আশা দিলো
ছাড়বে না কভু বলছিলো
এখন হলো মোর মরণদশা।।
কিবা অপরাধে ভিন্ন বাসে
কার মন্ত্রণায় অবশেষে
দুই কোলে নাই ভরসা।।