লোহাগাড়াের সুখছড়িতে পরিবার নিয়ে আত্তীয় বাড়ি বেড়াতে যাওয়ার সময় এ দূর্ঘটনাটি ঘটে। সুখছড়ি গ্রামের মরহুম ইউছুপ আলী সওদাগরের পুত্র মোহাং জাহেদুল ইসলাম জানান, সুখছড়ি গ্রামের জুনু মিস্ত্রির ছেলে নাছির উদ্দিন (৪২) স্ত্রীকে নিয়ে ১০ নভেম্বর এক আত্বীয় বাড়ীতে বেড়াতে যায়। খাওয়া দাওয়া শেষে বাড়ী ফেরার পথে পুরাণ থানা গেইট এলাকায় অন্য একটি মোটর সাইকেল আরোহীর সাথে মুখোমোখী সংঘর্ষ হয়।

মোটর সাইকেলে নিহত নাছির উদ্দিন
সংঘর্ষের ফলে নাছির উদ্দিন মাথায় মারাত্বকভাবে আঘাত প্রাপ্ত হন। ধারণা করা হচ্ছে দূর্ঘটনার সময় তিনি হেলমেট পরিহিত অবস্থায় ছিলেন না। স্থানীয় জনসাধারণ তাকে উদ্ধার করে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন, কিন্তু অবস্থার অবনতি তাকে চট্টগ্রাম শহরে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
সেখানে তাকে একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়। একাধারে নয়দিন আই, সি ও তে রাখার পর রবিবার বিকালে সে পৃথিবীর মায়া ত্যাগ করেন। দূর্ঘটনার দিন তার স্ত্রী মোটর বাইকের পিছনে থাকলে কোন আঘাত প্রাপ্ত হয় নাই। নাছির উদ্দিন একজন কাঠমিস্ত্রি ও বিবাহিত জীবণে চার সন্তানের জনক ছিল।