সাংসদ এম এ মোতালেব সি আই পি কে ফুলেল শুভেচ্ছা জানালেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতি
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া,( চট্টগ্রাম)
চট্টগ্রাম ১৫ আসনে নবনির্বাচিত সাংসদ এম এ মোতালেব সি আই পি কে ফুলেল শুভেচ্ছা জানালেন লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দ। তিনি আজ লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিথ ছিলেন। পরক্ষনে তিনি আত্বীয় বাড়ীতে অবস্থান করেন। এসময় লোহাগাড়া ব্রিকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিথ ছিলেন, লোহাগাড়া উপজেলা ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারাণ সম্পাদক ও লোহাগাড়া সিটি হাসাপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সরওয়ার কোম্পানী, চুনতি ইউ,পি চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন জনু কোম্পানী, আধুনগর সাবেক ইউ,পি মেম্বার মোহাং দেরাজ কোম্পানী, মোহাং পারভেছে কোম্পানী, নুরুল ইসলাম কোম্পানী,নুরুল আলম কোম্পানী সহ আরো অনেকে উপস্থিথ ছিলেন।