নরসিংদী গামি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূ ও তাঁর দেড় বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় ওই নারীর আরেক মেয়ে শিশু গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শত শত মানুষের চোখের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় ওই নারীর সঙ্গে তাঁর দুই মেয়ে ছাড়াও তাঁর ননদের ছেলে ছিল।
নিহত ওই নারীর নাম সাবিনা আক্তার (৩০)। তিনি জেলার শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকার মালয়েশিয়াপ্রবাসী জয়নাল মিয়ার স্ত্রী। ট্রেনে কাটা পড়ে মারা গেছে তাঁর মেয়ে মাইমুনা এবং আহত হয়েছে আরেক মেয়ে সিনহা (৪)।
আহত শিশুটিকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃতের পরিবারে শোকর ছায়া নেমে এসেছে। তাৎক্ষনিক সময়ের মধ্যে রেলওয়ে থানা পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে বলে জানা গেছে।