 
																
								
                                    
									
                                 
							
							 
                    
ভয়ানক এক ভাইরাস নাম তার করোনা,
এ রোগের কথা এখন আর কারো নয় অজানা ।
এ রোগ থেকে বাঁচার উপায় জানতে হবে,
দূর হবে রোগ দূর হবে ভয় মন থেকে তবে
সারা পৃথিবীতে আজ করোনার ভয়,
সঠিক পদক্ষেপ নিলে একদিন হবে জয়।
হে দয়াময় দূর করো এ রোগ করোনা,
আর যেন কোন মানুষ অকালে মরে না।
কবি, ফেরদৌসী খানম রীনা