1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ইলেকট্রিক যান ব্যবহারে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: আদিলুর রহমান লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি চক্রের তিন সদস্য আটক রিজিয়া পারভীনের সঙ্গে মঞ্চ মাতালেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী সেলিম ইব্রাহিম ২য় বারেও ব্যর্থ! মনির খানের আসনে নতুন মুখ মেহেদী হাসান রনি ‘সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’ – দেশে ফিরেই জামায়াত আমীরের আলটিমেটাম নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভুয়া: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য কি কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি

বেনাপোলে ভারত থেকে আসা মাদক ও কাপড়সহ একজনক গ্রেফতার

মোঃ মারুফ হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ১ জন আসামীসহ ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স সামগ্রীসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানিয়েন, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এর অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গতকাল (মঙ্গলবার) অদ্য ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১ জন ধূর্ত আসামীসহ সর্বমোট ২০,০০,৫০০/- (বিশ লক্ষ পাঁচশত) টাকা মূল্যের ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স সামগ্রীসহ আসামীকে আটক করতে সক্ষম হই।

বিজিবি’র অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন

আটককৃত আসামীর নাম মোঃ ওমিদ হাসান (২০) তিনি যশোর জেলার শার্শা থানাধীন ভবানীপুর গ্রামের মোঃ তাজুল ইসলামের পুত্র। বিজিবির অধিনায়ক বলেছেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের সার্বিক পরিস্থিতি অত্যান্ত চরম পর্যায়ে। এই পরিস্থিতিকে আমরা অত্যান্ত গুরুত্বের সাথে পর্যালচনা করছি।

কোন অপশক্তি যেন সীমান্ত পাড়ি দিয়ে এসে বাংলাদেশের ভূখন্ডে এসে কোন ধরণের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও সরকার থেকে আমাদেরকে কঠোরভাবে সতর্ক হতে নির্দেশনা দেওয়া রয়েছে। আমরা সবসময়ই সীমান্তের চারপাশে আমাদের বিজিবির সদস্যদেরেকে কড়াকড়ি নজর দারির মধ্যে রাখতে নির্দেশ প্রদান করেছি।

প্রেস বিফিংয়ের শেষ মূহুর্তে তিনি সাংবাদিক ও যশোর জেলাবাসিকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের জান মাল ও নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনারা কোন দুশ্চিন্তা করবেন না। যে কোনভাবে, যে কোন মূল্যে দেশের স্বার্বভৌত্ব রক্ষা করা ও আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ও কর্তব্য আমাদের বলে মনে করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon