 
																
								
                                    
									
                                 
							
							 
                    মোঃ জুয়েল হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ মরনঘাতী করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তের আলোকে চাঁদপুর জেলাকে “লকডাউন” ঘোষণা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টা ১৫ মিনিটে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মাজেদুর রহমান খান অনলাইনে এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে চাঁদপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউনের তথ্য নিশ্চিত করেন।
যার স্মারক নং…..৪৩৫, আর এই ঘোষণা আজ সন্ধ্যা ৭টা থেকে কার্যকর হবে। জেলা প্রশাসক স্বাক্ষরিত গনবিজ্ঞপ্তিতে উল্যেখ করা হয়, এতদ্বারা জেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রাণঘাতী করোনা ভাইরাস কোভিড)
সংক্রামক ঝুঁকি মোকাবেলায় ‘‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, চাঁদপুর” এর সভার সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে এবং “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) ২০১৮ এর ১১ (১) (২) (৩) ধারা মোতাবেক” চাঁদপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো।
এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা দেয়া পর্যন্ত সড়ক ও নৌ পথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে বা এ জেলা হতে অন্য কোন জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে
আন্ত:উপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা বলবৎ হবে। সকল ধরণের গণ পরিবহন, জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে। তবে জরুরী পরিসেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে।
এই আদেশ আজ সন্ধা ৭ টা থেকে কার্যকর করা হয়েছে। কেউ যদি এই আদেশ অমান্য করে তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।