ফেনী জেলা যুবদলের আহ্বায়ক মনোনীত হলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার। আজ বাংলাদেশের যুব দলের কেন্দ্রীয় কমিটি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত হয়েছে। নাসির উদ্দিন খন্দকার এর আগে বেশ কয়েক বছর ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে সদস্য সচিব মনোনীত হয়েছেন নইম উল্লাহ চৌধুরী বরাত। সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হয়েছেন বেলাল হোসেন (ভিপি বেলাল)। এছাড়া যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন আমজাদ হোসেন সুমন ও ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালাহউদ্দিন মামুন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এই ৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন।