ফেনী জেলা যুবদলের নবনির্বাচিত আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল উদযাপন করেছে পরশুরাম উপজেলা ও পৌর যুবদল। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে যুবদলের মিছিলটি পরশুরাম বাজার এর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেছে।
মিছিল টিকে কেন্দ্র করে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, পৌর যুবদলের আহবায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন ও যুগ্ন আহবায়ক মিছফাকুস সামাদ রনি। উক্ত সংক্ষিপ্ত সভায় আরো উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, জাকির হোসেন, যুগ্ন আহবায়ক কাজী জহিরুল করিম জনি, আদিল মজুমদার, যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, শহিদুল ইসলাম সুমন, বেলাল হোসেন ও শামীমুল হক চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।