ফেনীর বাজার গুলোতে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। সংকট থাকলেও বোতলজাত সয়াবিন তেল কিনতে হলে একজন ক্রেতাকে বাধ্য হয়ে চিনিগুড়া চাল ও কিনতে হচ্ছে। পলিব্যাগ সয়াবিন প্যাকেট নির্ধারিত দর হতে ৪ থেকে ৫ টাকা বেশিতে বিক্রি হচ্ছে।
ফেনীর বড় বাজারে নিত্যপণ্যের দোকানপ্রতি গড়ে প্রতিদিন ১০ থেকে ১২ কার্টন সয়াবিন তেল বিক্রি হলে ও গতকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে বেশ কয়েকটি দোকান ঘুরলে ও অল্প কিছু দোকানে পাওয়া গেছে সয়াবিন তেল। প্রতিটি দোকানে রয়েছে বেশিরভাগ ৫ লিটারের তেল।
২ অথবা ৩ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজারে নেই বললেই চলে। ডিলারদের কারসাজির কারণে বাজারে সয়াবিনের কিছুটা ঘাটতি রয়েছে বলে দাবি করছেন খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে পরিবেশকরা জানিয়েছেন, তেল কোম্পানিগুলো হতে সরবরাহ অন্য সময়ের তুলনায় কম।
স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, খুচরা পর্যায় প্রতি লিটার সয়াবিন পলিব্যাগে ১৭৫ টাকা বিক্রি হচ্ছে। অপরদিকে ৫ লিটারের বোতল ৮৫০ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু পাশাপাশি তার সাথে কিনতে হচ্ছে ১ কেজি চিনিগুড়া চাল। বাজারে বোতলজাত সয়াবিন কম হওয়াতে খোলা তেলের দাম ও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি ১৭৮ থেকে ১৮০ টাকা বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল।
ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজারে কিছু কিছু পরিবেশক আগের তুলনায় তেল কম সরবরাহ করছেন। পূর্বের তুলনায় সরবরাহ ও বিক্রি অর্ধেকে নেমেছে। ফলে সংকট দেখা দিয়েছে বাজারে। অপরদিকে ক্রেতাদের কাছ থেকে জানা যায়, ৫ লিটার সয়াবিন তেল একসাথে কিনলে ১৭০ টাকা করে কিনা সম্ভব হতো।
এছাড়া বাজারে ঘুরে দেখা গিয়েছে, স্বাভাবিক সময় যেখানে সব মুদি দোকানেই বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয়। কিন্তু এখন একটি সয়াবিন তেল পেতেও খুব হিমশিম খেতে হচ্ছে। বড় দোকান থেকে ৫ লিটারের বোতল নিলে সাধারণত সর্বোচ্চ খুচরা মূল্য থেকে কিছুটা ছাড় পাওয়া যেত।
দোকানদাররা তেলের সঙ্গে অন্য পন্য কিনতে বাধ্য করছেন। অপরদিকে বাড়তি চাহিদার সুযোগে খোলা তেলের দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। বড় বাজারে নিত্যপণ্য কিনতে আসা এক ব্যক্তি বলেন, সয়াবিন তেল কিনতে গেলে দোকানদার যে ব্র্যান্ডের সয়াবিন তেল দিচ্ছেন সেই ব্র্যান্ডের এক কেজি চিনিগুড়া গেল কিনতে হবে বলে শর্ত দিচ্ছেন।
তীর ব্র্যান্ডের সয়াবিন তেলের আসিফ নামে এক পরিবেশকের সাথে কথা বললে তিনি জানান, বাজারে বর্তমানে সয়াবিনের সংকট রয়েছে। চাহিদা মোতাবেক তেল দেয়া কোনভাবে সম্ভব হচ্ছে না। কোম্পানি থেকে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। প্যাকেজ আকারে সয়াবিন বিক্রিতে পরিবেশক করা বাধ্য কেন করছে মন্তব্য নিতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।