কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা মশাল মিছিল করেছে।আজ মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে এ মিছিল শুরু হয়।
মিছিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব “শিক্ষা না সন্ত্রাস, শিক্ষা শিক্ষা”, “সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও পুড়িয়ে দাও”, “কুয়েট তোমার ভয় নাই, জুলাই বিপ্লব ভুলি নাই”, “আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই”, “যেই হাত ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও” সহ নানান প্রতিবাদী স্লোগান দেন।
মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে আব্দুস সালাম হলসহ নোবিপ্রবির বিভিন্ন হলের সামনে দিয়ে যায় এবং পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা আবারো স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
এসময় আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা চাই, শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলবে না। ছাত্রলীগের মতো যদি অন্য কোনো সংগঠনও ক্যাম্পাসে দখলদারি, চাঁদাবাজি বা টেন্ডারবাজি করতে চায়, আমরা তারও তীব্র প্রতিবাদ করবো।”
তিনি আরও বলেন, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ চাই। কোনো ছাত্র সংগঠনের মাধ্যমে চাঁদাবাজি ও দখলদারিত্ব আমরা মেনে নেব না। ক্যাম্পাস হবে শিক্ষার কেন্দ্রস্থল, এখানে কোনো ধরনের গেস্টরুম কালচার চলবে না।