রবিবার ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে। উক্ত সম্মেলন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্মেলনে ফেনী জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম অংশগ্রহণ করেছেন।
উক্ত সম্মেলন চলাকালে ফুলগাজী উপজেলার বন্যাকালীন সময়ের খন্ড চিত্র তুলে ধরায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া ফুলগাজী উপজেলাবাসীকে ধন্যবাদ জানান ও বলেন, ফুলগাজীর প্রতি এই স্বীকৃতি আমার ভবিষ্যৎ কর্মজীবনের সফলতার প্রতি ব্যাপক প্রভাব ফেলবে।
ভয়াবহ সেই বন্যা চলাকালে ইউএনও তানিয়া ভূঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভালো নেই আমার ফুলগাজী উপজেলা বাসী।
তানিয়া ভূঁইয়া ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছেন। তিনি ২০২৩ সালের ২ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ফুলগাজীতে যোগদান করেন।