নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে শোক পদযাত্রা, কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা, বিশেষ দোয়া অনুষ্ঠান ও কালো ব্যাজ ধারণসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচির আয়োজন করে নোবিপ্রবির জাতীয় দিবস উদযাপন কমিটি, প্রক্টর অফিস, বিএনসিসি, এবং ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগ।
দিনের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপাচার্যের উপস্থিতিতে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর প্রশাসনিক ভবন থেকে শোক পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শহিদ মিনারে শেষ হয়।
এ সময় উপাচার্যসহ উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পরে বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, বিভাগ, হল, ক্লাব, সংগঠন এবং কর্মকর্তা-কর্মচারীরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করছি। ভাষার জন্য আত্মত্যাগ আমাদের জাতীয় গৌরবের অংশ। নতুন প্রজন্মের মধ্যে ভাষার প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত করাই আমাদের লক্ষ্য। আমরা নোবিপ্রবিতে একটি ‘ভাষা ইনস্টিটিউট’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছি, যেখানে ভাষা নিয়ে গবেষণার সুযোগ থাকবে।” তিনি আরও বলেন, “প্রমিত বাংলার চর্চার পাশাপাশি আঞ্চলিক ভাষার গুরুত্বও সমানভাবে বিবেচনায় রাখতে হবে।”
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “শুধু ফেব্রুয়ারিতেই নয়, সারাবছর বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে আশাবাদী।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ বলেন, “ভাষার জন্য জীবন উৎসর্গের ইতিহাস বিশ্বের জন্য এক অনন্য দৃষ্টান্ত। শহিদদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল ‘আলোকচিত্রে ভাষা আন্দোলন’ শীর্ষক প্রদর্শনী পরিদর্শন ও নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের নতুন লাইব্রেরি উদ্বোধন। অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।