 
																
								
                                    
									
                                 
							
							 
                    নারায়ণগঞ্জে তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত শুনানি শেষে এ ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, তিনটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ৪ দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সিদ্ধিরগঞ্জ থানায় ২টি এবং সদর থানায় ১টি হত্যা মামলায় এই রিমান্ড দেওয়া হয়।
তিনি বলেন, সিদ্ধিরগঞ্জের ২টি হত্যা মামলায় ৭ দিন করে ১৪ দিন ও সদর থানায় ১টি হত্যা মামলায় ৫ দিন রিমান্ড আবেদন করলে আদালত ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পৃথক স্থানে তিনজন নিহত হন। মামলাগুলো হলো, গত ২৪ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় করা আহসান কবির শরিফ, ২২ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানায় করা হাফেজ সোলায়মান ও ১৭ আগস্ট সদর মডেল থানায় করা আবুল হাসান স্বজন হত্যা মামলা। এ হত্যা মামলায় পলককে আসামি করা হয়।