 
																
								
                                    
									
                                 
							
							 
                    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন শাখার আয়োজনে আলী আজম স্কুল এন্ড কলেজে গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার অত্র স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াডে উত্তীর্ণ হয়েছে ১২ জন।এই ১২ জন বিজয়ীকে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উক্ত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সাকিবুল হাসান, জান্নাতুল বিনতে ফয়েজ ও মারিয়া সুলতানা। এই ৩ মেধাবীকে নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া বিজয়ী অন্যান্য শিক্ষার্থীদেরকে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে বলে জানা যায়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, সদস্য শামসুল হক শহীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল হুদা শাহীন ও যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহিম।