বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ফেনী জেলার আইটি প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বেসিক ট্রেড কোর্স অ্যাসোসিয়েশন ফেনী জেলা। ৬ মার্চ বৃহস্পতিবার শহরের ট্রাংক রোডে অবস্থিত হোটেল নাহারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব প্রকৌশলী মমিনুল হক ভূঁইয়া।
উক্ত সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ফরহাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক শাহাদাত হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি লিয়াকত আলী আরমান, টুইন্সফট টেকনোলজির পরিচালক এস এম ইব্রাহিম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ শাহীন, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন মজুমদার, অর্থ সম্পাদক ইবনে ওয়াদুদ তাসিম ও প্রচার সম্পাদক মিসবাহ উদ্দিন নাইম সহ প্রমুখ ব্যক্তিবর্গ।