ফেনীর দাগনভূঞা উপজেলায় চলতি বছরে খিরার ফলন বেশ ভালো হয়েছে।ফলন ভালো হওয়ার পর ও উৎপাদিত খিরার পাইকারি বাজার দর কম থাকায় ন্যায্যমূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষকরা জানিয়েছেন, ফলন ভালো হলেও স্থানীয় খুচরা বাজারে বিক্রি করার সুযোগ মিলছে না তাদের।তাই রমজান মাসে খিরার ভালো চাহিদা থাকলেও লাভের মুখ দেখছেন না স্থানীয় কৃষকরা।
স্থানীয় কৃষকরা আরো জানিয়েছেন, যে খিরা পাইকারি কমপক্ষে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা, সেসব খিরা এখন বিক্রি হচ্ছে পাইকারি ১৩ থেকে ১৫ টাকা কেজি দরে।অধিক লাভের আশায় খিরা চাষ করে কৃষকরা এখন উৎপাদন খরচ পুষিয়ে নিতে হিমশিম খাচ্ছেন। কিন্তু রমজান মাস উপলক্ষে খুচরা বাজারে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কৃষকদের জন্য দাগনভূঞা পৌর শহর সহ বিভিন্ন বড় বড় বাজার গুলোতে খুচরা বিক্রি করার স্থান নির্ধারণ করার দাবি জানিয়েছেন কৃষকরা।বেশ কয়েকজন কৃষক জানিয়েছেন, সিন্ডিকেট এর জন্য তাদেরকে খুচরা বিক্রির জন্য বসতে দেয়া হয়। উপজেলা কৃষি অফিস সূত্র জানিয়েছে, চলতি বছরে দাগনভূঞা উপজেলার মোট ৪৮ হেক্টর জমিতে খিরা চাষ করা হচ্ছে। কৃষকরা জানিয়েছেন, খিরা সালাদের উপকরণ হিসেবে ও ব্যবহার হয়ে থাকে। গরমে পানির তৃষ্ণা মেটানোর জন্য খিরা বেশ উপকারী। বাজারে দেশীয় উফশি ও হাইব্রিড দুই জাতের খিরা চাষ করা হয়। জমিতে বীজ বপন করার ১০-১৫ দিনের মধ্যে মাথায় চারা গজায়।