1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইলেকট্রিক যান ব্যবহারে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে: আদিলুর রহমান লোহাগাড়ায় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জালিয়াতি চক্রের তিন সদস্য আটক রিজিয়া পারভীনের সঙ্গে মঞ্চ মাতালেন যুক্তরাষ্ট্র প্রবাসী শিল্পী সেলিম ইব্রাহিম ২য় বারেও ব্যর্থ! মনির খানের আসনে নতুন মুখ মেহেদী হাসান রনি ‘সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই’ – দেশে ফিরেই জামায়াত আমীরের আলটিমেটাম নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীক পেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের খবর ভুয়া: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকায় আসছেন ড. জাকির নায়েক, বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য কি কালিয়াকৈর-ধামরাই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: কান্দাপাড়ায় ঝরল এক প্রাণ সীমান্তে ফের বড় সাফল্য, ১ কোটি ২৬ লাখ টাকার স্বর্ণসহ চোরাচালান জব্দ করল ৪৯ বিজিবি

টাঙ্গাইল ও চাঁদপুর জেলার অপহরণকৃত ২ জনকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ পিবিআই

পিবিআই, নারায়ণগঞ্জ:
  • প্রকাশিতঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা কর্তৃক টাংগাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই এলাকা হতে অপহরন মামলার ১৭ বছয় বয়সী এবং চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সুফিবাগ এলাকা হতে অপহরন মামলার ১৩ বছর বয়সী নারী শিশু ০২ (দুই) জন ভিকটিম উদ্ধার প্রসঙ্গে।

১৪/১২/২০২৪ তারিখ সকাল ০৯.০০ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল নেছারিয়া আলীম মাদ্রাসার গেইট হতে মোঃ আনোয়ার হোসেন এর মাদ্রাসা পড়ুয়া মেয়ে নুসরাত জাহান আছমা (১৭) কে – ইয়াছিন আরাফাত (২১), ২। বেনু মিয়া (৩৩), ৩। আখি (২৫) ৪। সনিয়া (২০), ৫। ফুল মিয়া (৫০), ৬। আওয়াল (৪৫),সবাই মিলে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। উক্ত বিষয়ে ভিকটিমের পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে সূত্রোক্ত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই নারায়ণগঞ্জকে ভিকটিম উদ্ধার পূর্বক মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন।

পরবর্তীতে অ্যাডিশনাল আইজিপি, পিবিআই, হেডকোয়ার্টার্স, ধানমন্ডি, ঢাকা এর নির্দেশনা এবং পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে, তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক জানা যায় যে, সিদ্ধিরগঞ্জ শিমরাইল হতে অপহৃত ভিকটিম নুসরাত জাহান আছমাকে অপহরন করে গোড়াই, মির্জাপর, টাঙ্গাইল এলাকা নিয়ে অবস্থান করিতেছে।

এমন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তা পুলিশ পরিদর্শক জনাব মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে এসআই বিল্লাল, এসআই দেলোয়ার, এএসআই জহিরুল ইসলাম সহ আভিযানিক চৌকুস একটি টিম মির্জপুর গোড়াই এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ই মার্চ বিকাল ০৫.০০ ঘটিকার সময় ভিকটিম নুসরাত জাহান আসমাকে উদ্ধার করে একই তারিখ রাত ১০.০০ ঘটিকার সময় উদ্ধারকৃত ভিকটিমকে নিয়ে পিবিআই নারায়ণগঞ্জ অফিসে হাজির হয়। মামলাটি ইন্সপেক্টর হাবিবুর রহমান এর নিকট তদান্তধীন এবং তদন্ত অব্যাহত আছে।

২৭/০২/২০২৫ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় রিনা আক্তার (৩৫), স্বামী-আবুল কাশেম স্বপন, সাং-চরভোঢালী, পোঃ কালিবাজার, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, এ/পি সাং-উত্তর সাহেবপাড়া, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর মেয়ে এন আলম মেরিট কেয়ার স্কুলে যাওয়ার সময় নিজ বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর পৌছালে ভিকটিম তাসমিম আজার (১৩) কে আসামী ১। শাহপরান (২৩), ২। শারমিন (২৯), ৩। ইব্রাহিম (৩৫), ৪। ফাতেমা (৩২), ৫। কবির (৩৮), ৬। হাজেরা (৩০), ৭। আমেনা (৩৫), ৮। মনির হোসেন মনু (৫৮) গন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন পূর্ব পরকল্পিতভাবে ভিকটিমের গতিরোধ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একটি সাদা রংয়ের নোয়া গাড়িতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

উক্ত বিষয়ে ভিকটিমের মাতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে সূত্রোক্ত মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত পিবিআই নারায়ণগঞ্জকে ভিকটিম উদ্ধার পূর্বক মামলাটি তদন্তের জন্য নির্দেশ দেন। পরবর্তীতে অ্যাডিশনাল আইজিপি, পিবিআই, হেডকোয়ার্টার্স, ধানমন্ডি, ঢাকা এর নির্দেশনা এবং পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির মাধ্যমে, তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক জানা যায় যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাই, মিজমিজি এলাকা হতে অপহৃত ভিকটিম তাসমিম আক্তারকে অপহরন করে চাঁদপুর জেলার, কচুয়া থানাধীন, সুফিবাগ এলাকায় নিয়ে অবস্থান করিতেছে।

এমন তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাহেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই হযরত আলী, এসআই রোকন, এএসআই নুর হোসেন সহ আভিযানিক চৌকুস একটি টিম চাঁদপুর জেলার কচুয়া থানাধীন সুফিবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ১৭ই মার্চ বিকাল ০৪.৩০ ঘটিকার সময় ভিকটিম তাসমিম আক্তার কে উদ্ধার করে একই তারিখ রাত ১১.০০ ঘটিকার সময় উদ্ধারকৃত ভিকটিমকে নিয়ে পিবিআই নারায়ণগঞ্জ অফিসে হাজির হয়। মামলাটি এসআই মোঃ হযরত আলীর নিকট তদান্তাধীন এবং তদন্ত অব্যাহত আছে। উদ্ধারকৃত উপরোক্ত ভিকটিম দ্বয়কে ১৮ই মার্চ সকাল ১১.৩০ ঘটিকায় সিভিল সার্জন বরাবরে প্রেরন করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করতে ভিকটিম দ্বয়ের জবানবন্দি লিপিবদ্ধ করার নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon