 
																
								
                                    
									
                                 
							
							 
                    আগামীকাল ১৯ মার্চ পরশুরামের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির নির্বাচনে দাখিল ইবতেদায়ী অভিভাবক সদস্য পদে ভোট গ্রহণ করা হবে। গভর্নিং বোর্ডে নির্বাচনে আটটি পদের মধ্যে বাকিরা এককপ্রার্থী হিসেবে জয়ী হতে যাচ্ছেন।
এই পদে কামরুল গায়ের সুজন ঘড়ি প্রতীকে ও কাজী জহিরুল করিম জনি দোয়াত কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাজী জহিরুল করিম জনি পরশুরাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইমরুল সুজন জামায়াত সমর্থিত পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি।
অভিভাবক সদস্য পদের জন্য এই দুই প্রার্থী ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। ভোটারদের মাঝে নির্বাচনের আমেজ ছাড়িয়ে দিচ্ছেন। অভিভাবক সদস্য পদপ্রার্থী কাজী জহিরুল করিম জনি বলেন, নির্বাচিত হলে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করব। প্রতিটি শিক্ষার্থীকে স্বশিক্ষিত করার জন্য কাজ করে যাব।
অপর প্রার্থী ইমরুল কায়েস সুজন বলেন, মাদ্রাসার অবকাঠামো নির্মাণ, শিক্ষক ও অভিভাবকদের সাথে সমন্বয় করে মাদ্রাসার উন্নয়নের চেষ্টা করে যাব। উক্ত নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ মোতায়েন করা হবে।