ফেনী সরকারি কলেজে ঐতিহাসিক বদর দিবস পালন ও গণ ইফতারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে এই ইফতার মাহফিল নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে। উক্ত ইফতার মাহফিলে ছাত্রশিবিরের নবীন ও প্রবীণ নেতৃবৃন্দ সহ জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা অংশগ্রহণ করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ করা হয়েছে।
উক্ত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আলমগীর মুহাম্মদ ইউসুফ, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকার, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আব্দুর রহিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু বকর সিদ্দিক মানিক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফারুক আহমেদ ভূঁইয়া সহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বদর দিবসের নানা তাৎপর্য তুলে ধরেছেন। এছাড়া নতুন বাংলাদেশ গঠণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য কাজ করার আহ্বান জানান।