যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত শোটাইম মিউজিক এর ব্যানারে কেবি মাল্টি মিডিয়ার আয়োজনে “স্বর্ণালী গানের আসর”-এ জনপ্রিয় প্রবাসী সংগীতশিল্পী সেলিম ইব্রাহিমের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন প্রবাসী দর্শকরা।
গত সপ্তাহে কুইনস প্যালেসে অনুষ্ঠিত এই গানের আসরে বাংলাদেশের খ্যাতনামা শিল্পী রিজিয়া পারভীন ও শাহনাজ বেলী গান পরিবেশন করেন। অনুষ্ঠানের একপর্যায়ে রিজিয়া পারভীনের ডাকে সাড়া দিয়ে মঞ্চে উঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক মাতিয়ে দেন সেলিম ইব্রাহিম।
বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্ম নেওয়া সেলিম ইব্রাহিম শৈশব থেকেই সংগীতপ্রেমী। মাত্র তৃতীয় শ্রেণী-তে পড়ার সময়ই গান গেয়ে প্রশংসা ও পুরস্কার অর্জন করেন। ভারতীয় উপমহাদেশের খ্যাতনামা সংগীতশিল্পী প্রয়াত পিন্টু ভট্টাচার্যের কাছে তার সংগীতের হাতেখুড়ি। পরবর্তীতে স্থানীয় মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ ও কায়েকোবাদ সাংস্কৃতিক পরিষদ হয়ে নাটক ও গান পরিবেশন ছাড়াও তিনি সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ টেলিভিশনের একাধিক অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনাও করেছেন এই শিল্পী।
প্রবাসে এসে তিনি থেমে থাকেননি সদরঙ ওয়ার্ল্ডওয়াইড মিউজিক সেন্টার, নিউইয়র্ক-এ গুরুজী তপন কান্তি বৈদ্য-এর কাছে ১০ বছর ধরে ক্ল্যাসিক্যাল সংগীতে উচ্চতর প্রশিক্ষণ নেন। বর্তমানে নিউইয়র্কের বিভিন্ন স্টেজ শো, আবৃত্তি আসর, নাট্য মঞ্চ ও সাংস্কৃতিক আয়োজনগুলোতে নিয়মিত পারফর্ম করছেন তিনি।
তিনি আমেরিকার নজরুল একাডেমির আজীবন সদস্য, ঢাকা ড্রামা সংগঠনের সদস্য, এবং ইভেন্ট টাইম মিউজিক-এর সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ৩৫তম ফোবানা কনভেনশন ২০২১ (ওয়াশিংটন ডিসি)-তে কো-কালচারাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি সংগীতকে নিজের জীবনের অঙ্গ করে নিয়েছেন সেলিম ইব্রাহিম। দেশি-বিদেশি তারকাদের সঙ্গে নিয়মিত স্টেজে গান করছেন তিনি।