তরুণদের রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অবশেষে তাদের নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণ করেছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
তিনি বলেন, “এবার ধানের শীষের সঙ্গে হবে শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই।”
ঘোষণার পরপরই এনসিপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা স্লোগান, ছবি ও পোস্টে মুখর হয়ে ওঠেন সবাই।
উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন— “গ্রাম হোক বা শহর, অলিগলি জুড়ে জিতবে এবার শাপলা কলি।”
একই দিন বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে দলীয় কর্মসূচিতে দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কর্মীদের নিয়ে একসঙ্গে ‘শাপলা কলি’ স্লোগান তোলেন। সেই দৃশ্য ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব তার ফেসবুক আইডিতে লেখেন— “দেশ-জনপদ, রাস্তা-গলি—জিতবে এবার শাপলা কলি।”
অন্যদিকে যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড প্রোফাইলে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও ডা. খালেদ সাইফুল্লাহর সঙ্গে তোলা একটি হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন। ছবিতে হাতে রয়েছে প্রতীকী ‘শাপলা কলি’।
ক্যাপশনে তিনি লিখেছেন— “আজকের বিজয়ী টিমের সঙ্গে। সবাই একসঙ্গে বলি—জিতবে এবার শাপলা কলি।”
তবে এর আগে দলীয় নেতারা জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ শাপলা প্রতীক না হলে তারা সেটি গ্রহণ করবেন না। শেষ পর্যন্ত সব মতভেদ দূর করে ‘শাপলা কলি’কেই বিজয়ের প্রতীক হিসেবে গ্রহণ করেছে এনসিপি।