1. info@dailyshadhinbarta.com.bd : দৈনিক স্বাধীন বার্তা : দৈনিক স্বাধীন বার্তা Shadhin Barta
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাস নয়, দেশেই ‘কমলা’ চাষে ভাগ্য বদল শার্শার আবু হানিফের কাশি দিয়ে ধরা পড়লেন, খাদ্য বিভাগের নিয়োগ পরীক্ষার জালিয়াতি চক্রের ৩ সদস্য আটক যশোরে ফের ১ কোটি ৮৩ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক নেত্রকোনায় সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন নভেম্বর মাসে দেশে ফিরতে পারেন তারেক রহমান — প্রস্তুত বিএনপি ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ, শিকারে নামতে প্রস্তুত জেলেরা সময় এসেছে পরিবর্তনের: জাতিসংঘকে তাল মেলাতে হবে, বললেন ড. ইউনূস নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ ও ‘বিদেশি চাপ’ নিয়ে যা বললেন প্রেস সচিব সালমান শাহ হত্যা মামলা: পলাতক আসামিদের অবস্থান শনাক্তে জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ থাইল্যান্ডের বিপক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ

আমি শুধু মাত্র ‘সামান্য একজন নার্স’

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২০

বিংশ শতাব্দীতে মানুষের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে ধর্ম। ধর্মে আছে প্রত্যকে প্রানীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। মৃত্যু যতই নির্মম হোক না কেন মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। মৃত্যুর সময় সবাই চায় প্রিয়জনের সানিধ্য পেতে।

কপালে সুখকর শেষ স্পর্শ। চোখের কোণে গড়িয়ে পড়া একবিন্দু অশ্রু। বিদায় বেলায় এটিই পরম প্রত্যাশা।

কিন্তু মৃত্যুর সময় যদি কাউকে পাশে না পাওয়া যায় অসহায়ের মত আর্তনাদ ও একাকীত্ব নিয়ে সবাইকে ছেড়ে চলে যাওয়া যে কত কষ্টকর সেটা করোনায় আক্রান্ত রোগিদের সেবারত ডাক্তার ও নার্স ছাড়া আর কে উপলব্ধি করতে পারে!

একজন ডাক্তারের পাশাপাশি হাসপাতালে মৃত্যু পথযাত্রী রোগীকে রাতদিন সেবা করে সুস্থ করে তোলেন নার্সরা।

কিন্তু রোগী সুস্থ হলে দিন শেষে তার পুরো কৃতিত্ব পান ডাক্তার। সত্যি নার্সদের কথা কারো মনেই থাকে না। মেনে নিলাম। সবার ধারনা হয়তোবা নার্স তো তেমন কিছুই জানে না। সে তো ‘সামান্য একজন নার্স’।

তিক্ত কথা সইতে না পেরে সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসাপাতালের এক নার্স ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

ফেসবুকে পোস্ট দেওয়া ওই নার্সের নাম আব্দুল্লাহ আল কাফী। প্রায় ৬ বছর ধরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন।

আমি সেই ‘সামান্য একজন নার্স’। প্রতিদিন সকালে সাধারণ নার্সের পোশাকটি গায়ে পরে কুর্মিটোলা হাসপাতালে ছুটে চলি। প্রতিদিনের মত আজও আমি হাসপাতালের উদ্দেশ্য বের হই। খিলখেত বাসস্টপেজে দাড়িয়ে আছি।

হঠাত সেখানে এক প্রতিবেশীর সাথে দেখা। আমাকে দেখে চমকে উঠলেন। তিনি বললেন, আমাকে কোনদিন এই নার্সের পোশাকে দেখেননি। আমি যে একজন নার্স তিনি সেটি জানতেন না।

তাই আজ আমাকে নার্সের পোশাকে দেখে বুঝতে পারলেন আমি সামান্য একজন নার্স। আজ প্রায় ৬ বছর ধরে চাকরি করছি। ‘নার্স’ শব্দটি আমি অনেকবার শুনেছি। আজকের শব্দটা শুনে আমার হৃদয়টা মোচড় দিয়ে উঠলো। আজকে জানতে পারলাম এর অন্যরকম ব্যাখ্যা।

আইসিউতে মৃত্যু পথযাত্রী আমার হাত ধরে পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি তার ধর্ম-বর্ণ ভেদাভেদ না করে তাকে পরিস্কার পরিছন্ন করি। তারপর সম্মানের সাথে পরিবারের হাতে তুলে দেই।

আমি সন্তান হারানো বাবাকে শান্তনা দেই। গর্ভধারিনী মা আমার বুকে মাথা রেখে অশ্রু ফেলে। আমি তার শরীরে হাত বুলিয়ে কিছুক্ষণের জন্য হলেও তার কষ্ট ভোলাতে সাহায্য করি।

আমি রোগীর সিপিআর (কার্ডিওপুলমোনারী রিসেসসিটেশন) করে তার জীবন ফিরিয়ে আনি। নতুন করে তাকে বাঁচার স্বপ্ন দেখাই।

আমি একজন নবজাতকের বুকে কান দিয়ে তার ফুসফুসের শব্দ শুনতে পাই। তার কোন অঙ্গের অবস্থা কেমন আছে তা জানতে পারি। তা জেনে তার পরিচর্যা শুরু করি।

আমি রোগী, পরিচর্যাকারী ও জুনিয়র নার্সদের প্রশিক্ষণ দিতে পারি। একজন রোগীর স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে আমি তার উকিলের কাজ করি। আমার কাছে সবার আগে গুরুত্ব পায় আমার রোগীর সুস্থতা। রোগীকে সুস্থ করার জন্য আমি ডাক্তারের সাথে যুদ্ধ করি।

আপনাদের বাবা-মা ও আদরের সন্তানের সেবা করতে গিয়ে নিজের পরিবারের সাথে ঈদের মতো আনন্দময়তা দিনও উৎযাপন করতে পারি না।

আমরা নার্সরা রোগীর শরীরে রক্ত দিতে পারি। রক্ত চেকআপ করতে পারি। ছোটখাটো কাটাছেঁড়াও করতে পারি। ক্ষত স্থান সেলাই করতে পারি।

আমার এবং আমাদের এতদিনের অভিজ্ঞতা ও জ্ঞানের জন্য প্রতিদিন শত শত পরিবার ফিরে পায় তার আপনজন।

প্রতিদিন জরুরী রোগীদের সেবার করার জন্য দুপুরের খাবার সময় মত খেতে পারি না।

এতকিছুর পরও যদি আমি সামান্য একজন নার্সই হই তাহলে হাস্যকরভাবে আমি খুবই গর্বিত। আমি গর্বিত এই ভেবে যে আমি সেই ‘ সামান্য একজন নার্স’।

আমি এখন করোনা রোগীদের সেবা দিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

লিখেছেন.  আব্দুল্লাহ আল কাফী 

সিনিয়র স্টাফ নার্স, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
LICENCE NO- TRAD/DSCC/210965/2019 and applied for registration.
Community Verified icon
 

Community Verified icon