২১শে ফেব্রুয়ারি ২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সোনাগাজীর সান জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।
সোনাগাজী উপজেলায় পরিচালিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মধ্যে একটি বৃহৎ প্ল্যাটফর্ম হচ্ছে “সোনাগাজী উপজেলা স্বেচ্ছাসেবক পরিবার”। এই সংগঠনের উদ্যোগে উক্ত প্রোগ্রাম সোনাগাজীতে অনুষ্ঠিত হবে।
২১শে ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এই প্রোগ্রামের অধীনে আগত মানুষদের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি ট্রিটমেন্ট ও রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হবে।সান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলাউদ্দিনের সভাপতিত্বে “মানবতার ডাক” এর সভাপতি এমদাদুল হক সুজনের সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সাহাপুর মুনস্টার ক্লাবের সভাপতি নুরুল হুদা সায়েম, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন নিরব, সোনাগাজী ব্লাড ডোনেট অর্গানাইজেশন এর মোহাম্মদ ইয়াসিন মাহমুদ, শিক্ষা ঘর সোনাগাজীর সভাপতি হোসাইন আজাদ, সোনাপুর ক্রীড়া ও সমাজকল্যাণ সংঘের আব্দুল্লাহ জাহেদ ও আশরাফ উদ্দিন, টিম ইমারজেন্সি সোনাগাজীর ইমদাদুল হক সোহেল ও সান জেনারেল হাসপাতালের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদ ভূঁইয়া সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
সান জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন জানিয়েছেন, আমরা মানবিক কাজে সবসময় পাশে থাকার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী পরিবারের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে তাদের পাশে থাকতে পেরে খুব ভালো লাগছে।