ভারতের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং একটি অনুষ্ঠানে যোগদান করেন এবং নাস্তা হিসেবে সবাইকে সমুচা খাওয়নো হয়। মুখ্যমন্ত্রীসহ প্রত্যেকের সমুচা হিসেব করে আনা হলেও মুখ্যমন্ত্রী তার সমুচা পাননি। এ নিয়ে মুখ্যমন্ত্রী বেজায় চটেছেন।
তার হকের সমুচাখানি কে চুরি করে খেয়ে ফেলেছে সেটি কেউ স্বীকার না করায় অবশেষে মুখ্যমন্ত্রী সিআইডির দারস্থ হয়েছেন এবং কঠোরভাবে সমুচা চোরকে খুজে বের করে আইনের আওতায় আনার নির্দেশনাও দিয়েছেন তিনি।
যেখানে জটিল রহস্য বা বড় কোনো ঘটনার তদন্ত করে থাকে সিআইডি। যে জটিল কেসগুলো সমাধান না হওয়ায় দীর্ঘ বছর ধরে পড়ে থাকে বিভিন্ন বাহিনীর দপ্তরে। অবশেষে সমাধানের জন্য সিআইডির কাছে হস্তান্ততর করা হয়। কিন্তু ভারতের সিআইডি কি আসলেই এখন সমুচা চোরকে খুজে বের করতে তাদের সময় খরচ করবে। তবে এবার তদন্তকারী সংস্থার কাঁধে এমন এক রহস্য উদঘাটনের ভার পড়ল, যা শুনে তাজ্জব সকলে। তা হল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর জন্য আনা সিঙারা চুরি করে খাওয়া ব্যক্তিকে। এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন স্বাধীন বার্তায়।