গতবছর আগস্ট মাসের বন্যায় ফেনী জেলায় ক্ষতিগ্রস্ত ১৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল ৯ ফেব্রুয়ারি রবিবার বিকেলে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি কুমিল্লা রেন্জ কমান্ডার মোঃ মাহবুবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও ভিডিপি ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা রেন্জ ফেনী জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট বিবি কুলছুম, ফুলগাজী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আমির হোসেন, ছাগলনাইয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রিক্তা রানী হাজারী, পরশুরাম উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন, ফেনী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সানোয়ারুল আলম, দাগনভুঞা উপজেলা প্রশিক্ষিকা দিলরুবা আক্তার ও সোনাগাজী উপজেলা প্রশিক্ষক সহ বিভিন্ন পদবীর কর্মচারী, ব্যাটালিয়ন ও আনসার সদস্য সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের সর্ববৃহৎ জন সম্পৃক্ত শৃঙ্খলা বাহিনী।এই বাহিনীর স্বেচ্ছাসেবী সদস্যরা বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বিভিন্ন ক্ষেত্রে জনসাধারণের সেবামূলক কাজ করছে। তারই ধারাবাহিকতায় জন সেবামূলক কাজের অংশ হিসেবে ফেনী জেলার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ধরনের জনকল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সকল সদস্যদের মনোবল বৃদ্ধি পেয়েছে।
জেলা কমান্ডেন্ট মোঃ হেলাল উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলার স্বেচ্ছাসেবী সদস্যরা প্রত্যেকের ৯ ফুট ঢেউ টিন ২৪টি, ৬ ফুট টিন ১২টি, আরসিসি পিলার ১৮টি ও ১৬ নং জিআই তারসহ অন্যান্য জিনিসপত্র ও পরিবহন ব্যয় ও ঘর তৈরি বাবদ শ্রমিকের মজুরি নগদ অর্থ প্রদান করা হয়েছে।