 
																
								
                                    
									
                                 
							
							 
                    যশোর জেলার বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে পুলিশ সাতজনকে আটক করেছে। শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন, যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।
আটকদের মধ্যে যশোর সদর উপজেলার দুইজন এবং কেশবপুর, শার্শা, ঝিকরগাছা, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলার একজন করে রয়েছেন। আটককৃতরা হলেন, সদর উপজেলার হাশিমপুর গ্রামের হাজী আবদুল মোতালেবের ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (৬২), অভয়নগর উপজেলার নাউলী গ্রামের মৃত ইউসুফ কাজীর ছেলে কাজী মিজানুর রহমান (৬০), ঝিকরগাছা উপজেলার মৃত হারেজ আলীর ছেলে মোহাম্মদ লাল্টু মিয়া (৩৮)।
এবং শার্শা উপজেলার রয়েছেন, কাগজপুকুর গ্রামের আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা (২৫), কেশবপুর উপজেলার মৃত আলেক সরদারের ছেলে আবদুল হালিম (৪৫) ও বাঘারপাড়া উপজেলার রোস্তমপুর গ্রামের মৃত গোলাম মোল্যার ছেলে ইনতাজ মোল্লা।
এছাড়া সদর উপজেলার বকচর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মাসুদ রানা মিলনকে (৪০) মণিরামপুর থেকে আটক করে মণিরামপুর থানা পুলিশ। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী।