 
																
								
                                    
									
                                 
							
							 
                    সুজন সুশাসনের জন্য নাগরিক পরশুরাম উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪:০০ টায় পরশুরামের অফিসার্স ক্লাবে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসুফ বকুল ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন পরশুরাম প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার পরশুরাম ফুলগাজী প্রতিনিধি সাংবাদিক এম এ হাসান। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন আহমেদ। মোট ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে গতকাল।
আগামী ১ মাসের মধ্যে জেলা কমিটি অনুমোদন দেয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল বুধবার বিকেলে সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুলের সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন।
সম্মেলনে পরশুরাম উপজেলা কমিটিতে মুন্সীরহাট নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন সিনিয়র সহ-সভাপতি, সবীর আহমেদ ফোরকান সহ সভাপতি, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।
গতকাল উক্ত সম্মেলনে সুজন পরশুরামের সেক্রেটারি এম এ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, জামায়াত ইসলামীর সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নুল আবেদীন মজুমদার, মিশন হেল্প ফাউন্ডেশন এর সভাপতি ইমাম হোসেন সজীব, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরশুরাম উপজেলা প্রতিনিধি আব্দুল কাদের মিনার সহ প্রমুখ ব্যক্তিবর্গ।