মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে ৪১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেফুল মিয়া (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল জুড়ী উপজেলার পূর্ব বটুলী গ্রামে সেফুল মিয়ার নিজ বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় তাকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এসময় তার পরনের লুঙ্গির কোছা থেকে দুটি নীল রঙের প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মোহাম্মদ কবির জানান, “আটক সেফুল মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে পূর্বেও দুটি মামলা বিচারাধীন রয়েছে।”
এ ঘটনায় জব্দকৃত ইয়াবাসহ সেফুল মিয়ার বিরুদ্ধে জুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নতুন মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটাচ্ছিল এই ব্যক্তি। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন তারা।