পরশুরাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২৫ এর চ্যাম্পিয়ন হয়েছে চারগ্রাম একতা সংঘ।
চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। উক্ত টুর্নামেন্টে পুরস্কার ও ক্রেস্ট ছাড়াও চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা প্রাইজ মানি দেয়া হয়েছে। চ্যাম্পিয়ন দলের টিম ম্যানেজার এর দায়িত্বে ছিলেন ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ মনির সম্রাট।
গতকাল ২৭ জানুয়ারি সোমবার পরশুরাম স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহবায়ক কাজী ইউসুফ, পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, যুগ্ন আহবায়ক রাজন ভূঁইয়া ও পরশুরাম উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রফিকুল আলম মজনু বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। সেজন্য সব সময় এমন টুর্নামেন্ট আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে সংশ্লিষ্ট সকলকে। পড়াশোনার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে খেলাধুলার দিকে আগ্রহ দিতে হবে। এতে করে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।