 
																
								
                                    
									
                                 
							
							 
                    ঢাকা নগরীতে নিরাপদ ও জনবান্ধব ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও শৌচাগারব্যবস্থা নিশ্চিতের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলোরা। আজ ১৫ অক্টোবর ২০২৫ রোজ বুধবার সকাল ১১ টায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ঢাকা শহরে জনবান্ধব স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতে বহুদলীয় উদ্যোগ’ শীর্ষক সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের পাশে অবস্থিত গণশৌচাগারটিও দ্রুত সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন তারা। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার মাসব্যাপী “ইয়াং লিডারস ফেলোশিপ প্রোগ্রামের” অংশ হিসোর এসব কার্যক্রম পরিচালনা করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই অংশ হিসেবে গত ১৪ আগস্ট ২২৪ জন নাগরিকের স্বাক্ষরসহ একটি স্মারকলিপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করেন তারা।
জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী বলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণের সময় আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এতদিনেও কাজের অগ্রগতি না থাকায় আমরা উদ্বিগ্ন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ফেডারেশনের যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব দ্যুতি অরণ্য চৌধুরী, যুগ্ন-সদস্য সচিব ইনজামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা, বিশ্ববিদ্যালয়ের যুগ্-সাধারণ সম্পাদক মৌসুমী শেখ ও দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক আনিকা আনজুম অর্ণি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থা একটি শহরের সভ্যতার মাপকাঠি। অথচ রাজধানী ঢাকায় এর অবস্থা অত্যন্ত নাজুক। তারা গণশৌচাগার সংস্কার ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় আয়োজকরা জানান, ড্রেনেজ, পয়োনিষ্কাশন ও শৌচাগারব্যবস্থা নগর সভ্যতার অন্যতম ভিত্তি। এটি নাগরিকদের অন্যতম একটি মৌলিক চাহিদা। কিন্তু রাজধানী ঢাকায় স্যানিটেশন ব্যবস্থার চিত্র অত্যন্ত শোচনীয়। এই সমস্যার বাস্তবিক সমাধানের লক্ষ্যে আবা এই বহুদলীয় রাজনৈতিক সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছেন।
এসময় তারা বেশ কিছু দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নগরীর গণশৌচাগার সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণ, নারী ও শিশুদের জন্য নিরাপদ ও ব্যবহার উপযোগী শৌচাগার, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নতুন গণশৌচাগার স্থাপন এবং কর্তৃপক্ষের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।