কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। সৌদি আরবে মৃত্যুবরণ করা এক ভাইয়ের লাশ বিমানকন্দর থেকে কুমিল্লা নিজ বাড়িতে আনার পথে সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে আরো ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।
সৌদি আরব প্রবাসী রফিক মিয়া প্রবাসে মৃত্যুবরণ করেন। লাশ দীর্ঘদিন পরে অনেক জটিলতা কাটিয়ে ২ ভাইয়ের চেষ্টায় দেশে আনা হয। লাশ আনার পরে লাশ নিয়ে বাড়িতে রওনা দেন মৃত রফিক মিয়ার দুই ভাই। হঠাৎ লাশবাহী গাড়িটি কুমিল্লা সদর উপজেলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশবাহী গাড়িটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা শিকার হয়।
রফিক মিয়ার লাশ আনার জন্য যাওয়া তার দুই ভাই উক্ত দুর্ঘটনায় শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। এখন আর একটি লাশ নয় বাড়িতে ফিরে যাচ্ছে তিন ভাইয়ের (৩টি) লাশ। যারা লাশ নিয়ে বাড়ি ফেরার কথা তারাই আজ লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে।